Symphony Xplorer v45
অতি সম্প্রতি(১ সেপ্টেম্বর ২০১৫) সিম্ফোনি এক্সপ্লোরের ভি ৪৫(Symphony Xplorer V45) মডেলটি বাজারে রিলিজ হয়। মূলত তুলনামূলক কম দামে সব রকম সুবিধা থাকায় ক্রেতাদের এই মডেলটির প্রতি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা দামের কারনে স্মার্ট ফোনের নাগাল পাচ্ছেন না তাদের কাছেও Symphony Xplorer V45 আকর্ষণীয় হ্যান্ড সেট হবে আশা করা যায়। দেখা যাক কি আছে Symphony Xplorer V45 এর ফিচারে ক্রেতা সাধারণের জন্যঃ
নেটওয়ার্কের ক্ষেত্রে ২জি(GSM 850/900/1800/1900) এবং ৩জি(UMTS 900/2100)প্রযুক্তি বেছে নেয়া হয়েছে।
সিমকার্ডঃরয়েছে ডুয়েল সিমের সুবিধা।
ডিসপ্লেঃ ৪.৫ ইঞ্চির FWVGA ৮০০*৪৮০ পিক্সেলের সর্বোচ্চ ২ ফিঙ্গার মাল্টি টাচ ডিসপ্লে রয়েছে, Pixel Density 207 ppi. সাথে আরো রয়েছে TFT ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন।
ক্যামেরাঃতুলনামূলক দাম কম বলে ভাববেন না এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি খারাপ হবে। পিছনে ৫ মেগা পিক্সেল(২৫৯২*১৯৪৪), ফ্রন্ট ক্যামেরা ২ মেগা পিক্সেল। রয়েছে লেড লাইট এবং ৩ জিপি, এমপি ৪ সাপোর্টেড ভিডিও।
মেমোরীঃ৫১২ মেগা বাইট র্যাম ইন্টারনাল ৪ জিবি এক্সটারনাল এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
প্লার্টফরমঃএ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম,১ গিগা হার্জ ডুয়েল কোর প্রসেসর GPU :Mali 400.
ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি সাপোর্টেড ফোনটিতে রয়েছে ৩.৫ মিমি জ্যাক, এফএম রেডিও এম পি ৪ 3gp.avi সাপোর্টেড ভিডিও প্লে ব্যাক, মেসেজ ভিডিও কল সহ আরো নানা রকম মাল্টিমিডিয়া সুবিধা।
Facebook, Youtube, Office Suite সেবা গুলো আছে বিল্ট ইন ভাবেই।
সেন্সর হিসেবে ব্যাবহার করা হয়েছে Accelerometer(3D),G-sensor.
ব্যাটারীঃ ব্যাটারীর মানের দিকে হয়তবা ক্রেতা সাধারন শতভাগ খুশি নাও হতে পারেন। Symphony Xplorer V45 মডেলটির ব্যাটারী ১৮০০ মিলি অ্যাম্পিয়ার(Removable,Li-iob Battery) যা প্রায় ৪২০ ঘন্টা স্ট্যান্ড বাই চার্জ ধরে রাখতে সক্ষম এবং কথা বললে আশা করা যায় টানা ১০ ঘন্টা চার্জ ধরে রাখবে।
এত এত সব ফিচারের সমন্বয়ের সিম্ফোনির নতুন এই সেল ফোনটি আপনি পাবেন মাত্র ৪৮৯০ টাকায়।